আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ওয়ার্ল্ড নিউ এনার্জি ভেহিকল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। শনিবার চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে আয়োজিত ২০২৫ ওয়ার্ল্ড নিউ এনার্জি ভেহিকল কংগ্রেসে এই সংস্থা যাত্রা শুরু করে। এটি গড়ে উঠেছে চায়না সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সোসাইটিস-এর উদ্যোগে।
প্রথম ধাপে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগ দিয়েছে মোট ৩০টি প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে বড় গাড়ি নির্মাতা কোম্পানি, জ্বালানি সরবরাহকারী, যন্ত্রাংশ প্রস্তুতকারী, ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠন। এসব সদস্য চীন, যুক্তরাষ্ট্র ও জার্মানির মতো প্রধান দেশ ও অঞ্চলকে প্রতিনিধিত্ব করছে।
সংস্থাটির উদ্যোক্তারা বলছেন, এই সংস্থা প্রতিষ্ঠা বৈশ্বিকভাবে চীনের ভূমিকা স্বীকৃতি দেওয়ারই প্রতিফলন। চীনা প্রযুক্তি ও ব্র্যান্ড এখন বিশ্বকে সঙ্গে নিয়ে একসাথে বৈদ্যুতিক যানবাহনের যুগে প্রবেশ করতে চাইছে।
সূত্র: সিএমজি