ঈদের পর স্কুল-কলেজ খোলার খবরটি গুজব

Rate this post

ঈদের পর স্কুল-কলেজ খোলার খবরটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফেইসবুকে মাধ্যমে প্রচার করা হচ্ছে ‘ঈদের পর সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিচ্ছে সরকার’। এ সংবাদটি ভিত্তিহীন ও গুজব এবং এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এই গুজবটি ছড়িয়েছে ‘বাংলাদেশ জাতীয় শিক্ষা বোর্ড’ নামে একটি ফেইসবুক পেইজ থেকে। দেশে এই নামে কোনো বোর্ড নেই বলেও শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় যখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে তখন সাথে সাথেই গণমাধ্যমের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে
ঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

২২ জুলাই ২০২০ (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *