২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে

করোনার কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে হচ্ছে না। আজ (বুধবার) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংক্ষিপ্ত এই সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের তিন মাস ক্লাস করানো হবে। এ কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়তোৱ দু-এক মাস পিছিয়ে যাবে।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু চলমান করোনা পরিস্থিতির কারণে পুরো শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এই ছুটি সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

আরো পড়ুন :
২০২১ সালে স্কুলের ভর্তি লটারি পদ্ধতিতে
এইচএসসি ফলাফলে এসএসসির ৭৫ ও জেএসসির ২৫ শতাংশ থাকবে