কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২১
বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (২০২১) বিতরণ শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অনলাইন থেকে।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ (সেপ্টেম্বর)-এর নির্বাচন পদ্ধতির ৭টি ধাপের মধ্যে ১ম ধাপ (প্রিলিমিনারি স্ক্রিনিং) সম্পন্ন হয়েছে। এই ধাপে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের মোবাইল নাম্বারে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে।
যেসব প্রার্থী যোগ্য, তাদেরকে User ID ও Password এর মাধ্যমে লগ ইন করে ২ কপি এডমিট কার্ড প্রিন্ট করে বিজ্ঞাপনে উল্লিখিত সময়ে সংশ্লিষ্ট পুলিশ লাইনস মাঠে
পরবর্তী ধাপ [ শারীরিক মাপ ও physical endurance test (PET)]-এ অংশগ্রহণের জন্য বলা হয়েছে।
কনস্টেবল নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড যেভাবে
আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে অনলাইনে প্রিলিমিনারি স্কিনিং করা হয়েছে। স্কিনিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। http://police.teletalk.com.bd/trc সাইটে গিয়ে আইডি-পাসওয়ার্ড প্রবেশ করিয়ে প্রবেশপত্র ডাউনলোডের পর প্রিন্ট (২ কপি) করে রাখতে হবে। এরপর শারীরিক মাপ ও Physical Endurance Test-এর দিন এই প্রবেশপত্রসহ বাছাই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।
উল্লেখ্য, নতুন নিয়মে হওয়া কনস্টেবল নিয়োগ পরীক্ষার ধাপগুলো হচ্ছে- প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। ইতোমধ্যে প্রিলিমিনারি স্ক্রিনিং হয়েছে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়েছে কর্তৃপক্ষ।
Police constable admit card download 2021
আরো দেখুন >>> কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২১ – নতুন ও সংশোধিত