কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ২০২১

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র (২০২১) বিতরণ শুরু হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অনলাইন থেকে।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২১ (সেপ্টেম্বর)-এর নির্বাচন পদ্ধতির ৭টি ধাপের মধ্যে ১ম ধাপ (প্রিলিমিনারি স্ক্রিনিং) সম্পন্ন হয়েছে। এই ধাপে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের মোবাইল নাম্বারে টেলিটক থেকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে।

যেসব প্রার্থী যোগ্য, তাদেরকে User ID ও Password এর মাধ্যমে লগ ইন করে ২ কপি এডমিট কার্ড প্রিন্ট করে বিজ্ঞাপনে উল্লিখিত সময়ে সংশ্লিষ্ট পুলিশ লাইনস মাঠে
পরবর্তী ধাপ [ শারীরিক মাপ ও physical endurance test (PET)]-এ অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

কনস্টেবল নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে অনলাইনে প্রিলিমিনারি স্কিনিং করা হয়েছে। স্কিনিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের মোবাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে। http://police.teletalk.com.bd/trc সাইটে গিয়ে আইডি-পাসওয়ার্ড প্রবেশ করিয়ে প্রবেশপত্র ডাউনলোডের পর প্রিন্ট (২ কপি) করে রাখতে হবে। এরপর শারীরিক মাপ ও Physical Endurance Test-এর দিন এই প্রবেশপত্রসহ বাছাই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

উল্লেখ্য, নতুন নিয়মে হওয়া কনস্টেবল নিয়োগ পরীক্ষার ধাপগুলো হচ্ছে- প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। ইতোমধ্যে প্রিলিমিনারি স্ক্রিনিং হয়েছে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠিয়েছে কর্তৃপক্ষ।

Police constable admit card download 2021

Bangladesh Police Constable Recruits Exam Admit Card 2021 notice
Bangladesh Police Constable Recruits Exam Admit Card 2021 notice

আরো দেখুন >>> কনস্টেবল নিয়োগ পরীক্ষার সময়সূচি ২০২১ – নতুন ও সংশোধিত