প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত
করোনা ভাইরাসের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলতি মাসের ১৫ থেকে ২৪ এপ্রিল প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্কুল বন্ধ থাকায় প্রথম সাময়িক পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া হবে না বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।
প্রাথমিক স্তরের পরীক্ষা আপাতত স্থগিত করা হচ্ছে, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্কুল বন্ধ থাকাকালীন সময়ে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির ক্লাস সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হচ্ছে ৭ এপ্রিল ২০২০ থেকে।
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ক্লাস প্রচার হচ্ছে। প্রতিটি ক্লাসের সময়সীমা ২০ মিনিট করে। টিভিতে পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ে বাড়ির কাজ দেবেন। শিক্ষার্থীরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ করবে। বিদ্যালয় খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে এই বাড়ির কাজ জমা দেবে।