৪১তম বিসিএস ক্যাডার চয়েস : বিসিএস (অডিট)

Rate this post

© রবিউল আলম লুইপা

সরকারি ব্যয়ের সাথে জড়িত জবাবদিহিতা নিয়ে কাজ করাই হল বিসিএস (অডিট) ক্যাডার কর্মকর্তাদের কাজ।

এখানে,
-পোস্টিং মন্ত্রণালয়, অধিদপ্তর, ডিফেন্স, রেলওয়ে সহ অনেক জায়গায় হতে পারে। পোস্টং ভেদে পদবী বিভিন্ন হয়।
এখানে সাধারণভাবে ব্যবহৃত পদবী ব্যবহার করা হল।
-এই ক্যাডারের প্রায় ১০০% পোস্টিং ঢাকা শহরেই হয়। ফিল্ড ওয়ার্ক নেই বললেই চলে।

  • পিএটিসি তে বুনিয়াদী প্রশিক্ষন এবং ঢাকার মিরপুরে ফিনান্সিয়াল ম্যানেজম্যান্ট একাডেমী (ফিমা) তে বিভাগীয় প্রশিক্ষণ নিতে হবে।
  • ক্যাডারের উপভোগ্য বিষয় হল মিশন অডিট। দেশের বাইরে অবস্থিত বাংলাদেশী মিশনগুলোতে অডিটে একদিকে যেমন বিদেশ ভ্রমণ হবে, অন্যদিকে আর্থিক সচ্ছলতার ও নিশ্চয়তা পাওয়া যাবে।
    তবে, ক্যাডারের সার্ভিসে আবাসন সুযোগ কম।

দ্রষ্টব্য : গ্রেড ৪, ৭এবং ৮ প্রমোটেড পোস্ট নয়, সিনিয়র স্কেল এর মাধ্যমে উক্ত গ্রেডে যেতে হয়। তাই এই গ্রেডে পদের কোন পরিবর্তন হয়না, শুধুমাত্র বেতন বৃদ্ধি পায়।

বিসিএস অডিট ক্যাডার

তথ্যগুলো বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা এবং অডিট ক্যাডার কর্তৃক ভ্যারিফাইড।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *