মহিলা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – ৫০৪টি পদ


এডু ডেইলি ২৪ ডিসেম্বর ২১, ২০২১, ৪:০৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২২ অপরাহ্ন
মহিলা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – ৫০৪টি পদ

মহিলা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। ডে-কেয়ার ইনচার্জ, অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক পদে মোট ৫০৪ জনকে নিয়োগ দেবে মহিলা বিষয়ক অধিদপ্তর ( dwa.gov.bd )।

নিয়োগদাতা প্রতিষ্ঠান : মহিলা বিষয়ক অধিদপ্তর (dwa)
পদ সমূহ : ডে-কেয়ার ইনচার্জ; অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; অফিস সহায়ক
মোট পদ : ৫০৪টি
আবেদন ফি : পদভেদে ১১২টাকা/ ৫৬ টাকা
আবেদনের লিংক : http://dwa.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ : ১১ জানুয়ারি ২০২২

মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ ২০২১ : পদ সংখ্যা, যোগ্যতা ও বেতন

১. ডে-কেয়ার ইনচার্জ
পদের সংখ্যা : ২৭টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাস। তবে শিশুযত্ন কর্মসূচি ও নার্সিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা এসএসসি পাস হলেও আবেদন করতে পারবেন।
বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)

২. অফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদর সংখ্যা : ৬০টি
শিক্ষাগত যোগ্যতা :
ক. এসএসসি/সমমানের পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ কিংবা সমপর্যায়ের জিপিএ।
খ. কম্পিউটার ব্যবহারে দক্ষ।
গ. কম্পিউটারে টাইপিং স্পিড ইংরেজিতে মিনিটে ২০ শব্দ ও বাংলায় মিনিটে ২০ শব্দ থাকতে হবে।
বেতনঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

৩. অফিস সহায়ক
পদর সংখ্যা : ৪১৭টি
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমানের পরীক্ষায় পাস।
বেতনঃ ৮,২৫০-২০,০১০ টাকা (২০তম গ্রেড)

মহিলা অধিদপ্তরে চাকরির আবেদনের নিয়ম

আবেদন করতে হবে অনলাইনে ১১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে।

অনলাইনে আবেদন করতে হলে http://dwa.teletalk.com.bd ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ই-মেইল ও মোবাইল নন্বর টাইপ করতে হবে। নিবন্ধন সম্পন্ন হবার পর নিবন্ধনকারীর ই-মেইলে আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে।

প্রাপ্ত ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনের সকল ধাপসমূহ সম্পন্ন করতে হবে প্রয়োজনে হলে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে ‘নিবন্ধন ও আবেদন সংক্রান্ত গাইডলাইন’ (দিক নির্দেশনা) অনুসরণ করতে পারেন।

অনলাইনে আবেদন করার সময় ছবি এবং প্রার্থীর স্বাক্ষরের ছবি আপলোড করতে হবে। কোটাধারী আবেদনকারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদনকারীর কোটা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ সরকারী সিদ্ধান্ত প্রযোজা হবে ।

মহিলা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার তথ্য

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ই-মেইলে ও এসএমএস এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েবসাইট আসা নোটিশের মাধ্যমে জানানো হবে ।

কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন, চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন/পৌরসভার চেয়ারম্যান/কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সংশ্লিষ্ট সকল ডকুমেন্ট/সনদপত্রের মূলকপি এবং ০১ (এক) সেট ফটোকপি ১ শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) অফিসে ব্যবহারের জন্য দাখিল করতে হবে।

চাকরির আবেদনের বয়স

০১/০৯/২০২১ তারিখে পদের প্রার্থীদের বয়স ৩০ বছর এর মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, পুত্র কন্যার পুত্র-কন্যা ও অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বিশেষ দ্রষ্টব্য

চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চড়ান্ত বললে পণ্য হবে। কর্তৃপক্ষ কোনরূপ কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/সম্পূর্ণ পরিবর্তন এবং পদ সংখ্যা কম-বেশি করার পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।

নির্ধারিত তারিখের পর কোন আবেদন এবং অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন/সফটওয়্যার কর্তৃক আবেদন গৃহীত হবে না। আবেদনপত্রের সহিত পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট দেয়ার প্রয়োজন নেই।

Department of Women Affairs (DWA) job circular 2021

DWA job circular 2021 dw.teletalk.com.bd
মহিলা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - ৫০৪টি পদ 2
Rate this post

Leave a Reply

BD Results App