প্রাথমিকে নতুন নিয়োগপ্রাপ্তদের পদায়ন এ মাসেই

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের এ (জানুয়ারি-২০২০) মাসেই পদায়ন করা হবে জানা গেছে। জানুয়ারি মাসের মাঝামাঝি চাকরিতে যোগদানের পর ফেব্রুয়ারি মাস থেকেই নতুন শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়া হবে। নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের নিজ নিজ উপজেলায় পদায়ন করা হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০১৮ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সারাদেশে শূন্য আসনের ভিত্তিতে মোট ১৮,১৪৭ জনকে চূড়ান্ত ফলাফলে নির্বাচন করা হয়।