১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল শিগগিরিই

Rate this post

১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল শিগগিরিই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ (২৯ অক্টোবর ২০২০) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসি) কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সম্মতি পেলেই ফল প্রকাশ করা হবে।

বছর খানেক আগে অর্থাৎ ১৫ ও ১৬ নভেম্বর ২০১৯ তারিখে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই লিখিত পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন প্রার্থী অংশ নেন।

এর আগে, প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২৮ হাজার ৪৪২ জন উত্তীর্ণ হন। এর মধ্যে স্কুল পর্যায়ে ৮৪ হাজার ৬৯৬ জন, স্কুল-২ পর্যায়ে ১১ হাজার ৫৪৭ জন এবং কলেজ পর্যায়ে ১ লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৩.৮২ শতাংশ। ৯ লাখ ৫৯ হাজার ১৮৫ জন ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। গত বছরের (২০১৯) ৩০ আগস্ট ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *