স্কুল কলেজ খোলার গাইডলাইন
স্কুল কলেজ খোলার গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ৩৯ পৃষ্ঠার এই নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ব প্রস্তুতি, জরুরী স্বাস্থ্য বিধি, বেঞ্চে কত জন বসবে, ক্লাস নেয়ার পদ্ধতি ও ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা ও দিক-নির্দেশনা দেয়া হয়েছে।
ক্লাস নেয়ার পদ্ধতি : করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বেঞ্চের দৈর্ঘ্য ৫ ফুটের কম হলে প্রতি বেঞ্চে ১ জন করে শিক্ষার্থী বসতে পারবে। বেঞ্চের দৈর্ঘ্য ৫ থেকে ৭ ফুট হলে প্রতি বেঞ্চে ২ জন করে শিক্ষার্থী বসতে পারবে। যদি বেঞ্চের দৈর্ঘ্য ৫ ফুট বা তার বেশি হয়, তবে প্রতিটি বেঞ্চে দুজন করে ৬ টি বেঞ্চে ১২ জন শিক্ষার্থী বসতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠান চালুর ধাপ :
শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য কয়েকটি ধাপের কথা বলেছে মাউশি। এই নির্দেশিকায় শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার জন্য যে ধাপগুলো বিবেচনা করা হয়েছে, সেগুলো হলো-
১. নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য পরিকল্পনা করা।
২. শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করা।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান নিরাপদে চালু করা।
৪. শিক্ষা কার্যক্রম চলাকালে করোনার বিস্তাররোধে পদক্ষেপ নেওয়া।
** স্কুল কলেজ খোলা ও দিক-নির্দেশনা সংক্রান্ত ৩৯ পৃষ্ঠার গাইডলাইন পাওয়া যাবে এই লিংকে :
http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/cb4a1dcb_4544_4edd_94f4_1291653b8f34/School%20Reopening%20Guideline-22%20Jan%202021.pdf