স্বাস্থ্য অধিদপ্তরে ১,৬৫০ পদে মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ২, ২০২০, ১:২৬ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০০ অপরাহ্ন /
স্বাস্থ্য অধিদপ্তরে ১,৬৫০ পদে মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০

স্বাস্থ্য অধিদপ্তরে ১,৬৫০ পদে মেডিকেল টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৯ জুন ২০২০ তারিখের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৯ ক্যাটাগরিতে মোট ১৬৫০ জন মেডিকেল টেকনিশিয়ান নিয়োগের কথা উল্লেখ করা হয়।

মোট পদ সংখ্যা : ১,৬৫০টি
আবেদন ফি : ১১২ টাকা
আবেদনের সময়সীমা : ৫ জুলাই থেকে ২০ জুলাই ২০২০
অনলাইনে আবেদনের লিংক : http://dghsc.teletalk.com.bd

১। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি);
পদসংখ্যা : ৪৬০ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

২। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (এনেসথেসিয়া);
পদসংখ্যা : ৩০২ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস);
পদসংখ্যা : ৩০২ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (বায়োমেডিকেল);
পদসংখ্যা : ২১১ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (ইটিটি);
পদসংখ্যা : ১২২ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (পারফিউশনিস্ট);
পদসংখ্যা : ১ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ০৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (সিমুলেটর);
পদসংখ্যা : ২ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৮। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (অর্থোপেডিক্স);
পদসংখ্যা : ২ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯। পদের নাম : মেডিকেল টেকনিশিয়ান (ইকো);
পদসংখ্যা : ২৪৮ জন;
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি/সমমান;
অভিজ্ঞতা : ৩ বছর;
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

  • প্রার্থীদের বয়স : ১৮-৩০ বছর (১ জুলাই ২০২০ তারিখে)। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।
DGHS Medical Technician Job Circular-2020-bd
স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল টেকনিশিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০
Rate this post