১৬তম নিবন্ধনধারীদের মেধা তালিকা ২০২১


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ৩, ২০২১, ১২:১২ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৪ অপরাহ্ন /
১৬তম নিবন্ধনধারীদের মেধা তালিকা ২০২১

১৬তম নিবন্ধনধারীদের মেধা তালিকা (২০২১) প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই ফলাফল (জাতীয় মেধাতালিকা) অনলাইনে দেয়া হয়েছে টেলিটকের সংশ্লিষ্ট ওয়েব লিংকে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, ১৬তম নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ক্রম টেলিটকের http://ngi.teletalk.com.bd/ntrca/merit/ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

এর আগে, ২৮ অক্টোবর মেধাতালিকা তৈরি করতে এক সপ্তাহ সময় চেয়েছিল টেলিটক। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তালিকা হালনাগাদ হয়ে যাওয়ায় ১ নভেম্বর মধ্যরাতে এটি প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ১৬তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ হয় গত ১৭ অক্টোবর। উত্তীর্ণ ১৮ হাজার ৫৫০ জনের মধ্যে স্কুল পর্যায়-২তে ৯৯২ জন, স্কুল পর্যায়ে ১৪ হাজার ৪৬ জন এবং কলেজ পর্যায়ে ৩ হাজার ৫০৮ জন রয়েছেন।

Rate this post