৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল মার্চে
চলতি মার্চ (২০২০) মাসেই ৩৮তম বিসিএস চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
এদিকে, এপ্রিল (২০২০) মাসে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এইচএসসি পরীক্ষা এবং পবিত্র রজমানের কারণে পেছানো হচ্ছে বলে জানা গেছে। ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এছাড়া, পিএসসির অধীনে থাকা সব পরীক্ষার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আসন্ন ৪০তম বিসিএসের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা ১৫ দিনের পরিবর্তে মাত্র ২ দিনে (৮ এবং ৯ মার্চ ২০২০) শেষ করা হচ্ছে।
এ ব্যাপারে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন, বিসিএস পরীক্ষা ও অন্যান্য নন-ক্যাডার পদের, বিভাগীয় এবং সিনিয়র স্কেলের পদোন্নতির পরীক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত হয়েছে। যেমন-
মাত্র দুই দিনেই ৪০তম বিসিএসের পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিসিএসের চলমান অন্যান্য পরীক্ষাও অল্প সময়ের ব্যবধানে শেষ করা হবে।