শিক্ষা বার্তা

৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়েই

৪০, ৪১ ও ৪২তম বিসিএস পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার সময় পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। তবে ৪৩তম পরীক্ষা প্রয়োজন হলে পেছানো হতে পারে।

এর আগে, ২২ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে ২৪ মে আর হল খুলবে ১৭ মে ২০২১ তারিখ থেকে।

এরপর, ২২ ফেব্রুয়ারি রাতে পিএসসি চেয়ারম্যান জানান- পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে হবে। পরীক্ষার আগে কেন্দ্র তালিকা ও আসন বিন্যাস প্রকাশ করা হবে।

এদিকে ৪২তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ২০২১। এ পরীক্ষার আসন বিন্যাস ও কেন্দ্র তালিকা ইতোমধ্যে পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত হয়েছে।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।