ঢাবি অধিভুক্ত ৭ কলেজের হল ছাড়ার নির্দেশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ২০, ২০২০, ১২:১৮ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৬ অপরাহ্ন /
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের আবাসিক হল শুক্রবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাবির সিন্ডিকেট সদস্যদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কলেজ ৭টি হলো- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

হল ছাড়ার ব্যাপারে ঢাকা কলেজের আটটি হল প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অধিভুক্ত সব কলেজের অধ্যক্ষরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় ১৭ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Rate this post