কোন কলেজে কত পয়েন্ট লাগবে জেনে নিন [একাদশে ভর্তি ২০২৩]

Content Freshness & Accuracy

Last updated: Oct 8, 2025
Verified
Updated 13 hours ago

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোন কলেজে কত পয়েন্ট লাগবে জেনে নিন। এ ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা করা হলো। এখানে সংশ্লিষ্ট বোর্ডের কলেজের তালিকা, কোন কলেজে কত সিট খালি আছে, বিভাগভিত্তিক ভর্তির জন্য ন্যূনতম পয়েন্ট সম্পর্কে জানা যাবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হলে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সুনির্দিষ্ট আরো তথ্য জানা যাবে।

Table of Contents

কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২১-২০২২

শিক্ষা প্রতিষ্ঠান :কলেজ
ভর্তির শ্রেণি :একাদশ শ্রেণি
শিক্ষাবর্ষ :২০২১-২০২২
আবেদনের তারিখ :৮ জানুয়ারি থেকে ২ মার্চ ২০২২
অনলাইন আবেদন লিংক :www.xiclassadmission.gov.bd
কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ২০২১-২০২২

সব কলেজের আসন তালিকা ও ভর্তির যোগ্যতা

শিক্ষা বোর্ডসব কলেজের তালিকা, ভর্তির পয়েন্ট, সিট সংখ্যা
ঢাকা বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DHAKA.pdf
কুমিল্লা বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CUMILLA.pdf
রাজশাহী বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_RAJSHAHI.pdf
যশোর বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_JASHORE.pdf
চট্টগ্রাম বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CHATTOGRAM.pdf
বরিশাল বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_BARISHAL.pdf
সিলেট বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_SYLHET.pdf
দিনাজপুর বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DINAJPUR.pdf
ময়মনসিংহ বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MYMENSINGH.pdf
মাদরাসা বোর্ডhttp://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MADRASAH.pdf

ঢাকার কলেজে ভর্তি ২০২২-২০২৩

  • ঢাকা বোর্ডের কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে এটা দেখতে হলে আপনাকে ঢাকা বিভাগের জন্য প্রকাশিত কলেজ ভর্তি যোগ্যতা pdf ফাইলটি ডাউনলোড করুন।

  • এখানে ঢাকার কয়েকটি কলেজের তালিকা, ভর্তির ন্যূনতম পয়েন্ট (জিপিএ) ও আসন সংখ্যার তথ্য দেয়া হয়েছে। বোর্ড ভিত্তিক দেশের সব কলেজের তালিকা, ভর্তির ন্যূনতম পয়েন্ট (জিপিএ) ও আসন সংখ্যা জানতে নিচের বোর্ড ভিত্তিক তালিকার Download লিংকে ক্লিক করুন।

কলেজের নাম ও ঠিাকানEIIN ন্যূনতম পয়েন্ট / জিপিএ ও আসন সংখ্যা
ঢাকা কলেজ
(নিউ মার্কেট)
107977বিজ্ঞান বিভাগ : ন্যূনতম পয়েন্ট / জিপিএ ৫.০০ (৯০০টি);
ব্যবসায় শিক্ষা : জিপিএ ৪.৭৫ (১৫০টি)
মানবিক : জিপিএ ৪.৫০ (১৫০টি)
নটর ডেম কলেজ (ভর্তি পরীক্ষা হবে)
[ আরামবাগ, মতিঝিল ]
বিজ্ঞান : জিপিএ ৫.০০; বাংলা ভার্সন : ১৮০০টি,
ইংরেজি ভার্সন ৩০০টি;
ব্যবসায় শিক্ষা : জিপিএ ৪.০০; ৭৬০টি;
মানবিক : জিপিএ ৩.৫০; ৪১০টি
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ
(মোহাম্মদপুর)
108258বিজ্ঞান বিভাগ : জিপিএ ৫.০০; প্রভাতি ৩২০টি, দিবা ৩২০টি,
ইংরেজি ভার্সনে প্রভাতি ৭০ ও দিবা ৭০টি
*একই প্রতিষ্ঠান থেকে পাস করা শিক্ষার্থীদের জিপিএ-৪.৭৫
ব্যবসায় শিক্ষা : জিপিএ ৪.৫০; প্রভাতি ৫৫টি, দিবা ৫৫টি
মানবিক : জিপিএ ৪.২৫; প্রভাতি ৫৫টি, দিবা ৫৫টি
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
(ঢাকা ক্যান্টনমেন্ট)
107855বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন) : জিপিএ-৫
ব্যবসায় শিক্ষা (বাংলা ও ইংরেজি ভার্সন) : জিপিএ-৪.৭৫
মানবিক (বাংলা ভার্সন) : জিপিএ-৪.৭৫
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা
(ঢাকা সেনানিবাস)
107859বিজ্ঞান বিভাগ (বাংলা ও ইংরেজি ভার্সন) : জিপিএ-৫
ব্যবসায় শিক্ষা (বাংলা ভার্সন) : জিপিএ-৪.২৫
মানবিক (বাংলা ভার্সন) : জিপিএ-৩.৫০
বিসিআইসি কলেজ
(চিড়িয়াখানা সড়ক, মিরপুর)
108222বিজ্ঞান বিভাগ : জিপিএ ৪.৭৫; ছাত্র ৩০০টি, ছাত্রী ৩০০টি;
ব্যবসায় শিক্ষা : জিপিএ ৩.০০; ছাত্র ১৮০টি, ছাত্রী ১৮০টি;
মানবিক : জিপিএ ২.৫০; ছাত্র ৬০টি, ছাত্রী ৬০টি;
ঢাকা কমার্স কলেজ108207 ব্যবসায় শিক্ষা : বাংলা ভার্সন - ২৯০০টি, ইংরেজি ১০০টি
মানবিক : বাংলা ভার্সন - ১৬০০টি, ইংরেজি ১০০টি
দনিয়া কলেজ
[ শনির আখড়া, যাত্রাবাড়ী ]
107909 বিজ্ঞান বিভাগ : জিপিএ ৪.২৫; ৭০০টি;
ব্যবসায় শিক্ষা : জিপিএ ৩.৭৫; ৭৫০টি;
মানবিক : জিপিএ ৩.০০; ৭০০টি
সেন্ট জোসেফ কলেজ
(আসাদ এভিনিউ, আসাদ গেইট)
108259বিজ্ঞান বিভাগ : জিপিএ ৫.০০; বাংলা ভার্সন : ৪২০টি,
ইংরেজি ভার্সন ৮০টি
ব্যবসায় শিক্ষা : জিপিএ ৩.৫০; ১৭০টি;
মানবিক : জিপিএ ২.৫০; ৯০টি।

>> ঢাকার ১ম সারির কলেজগুলোর আসন সংখ্যা, ভর্তির জন্য ন্যূনতম পয়েন্ট তালিকা পাওয়া যাবে এই লিংকে : https://edudaily24.com/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a8/

>> ঢাকা বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DHAKA.pdf

ঢাকার কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২

ঢাকা বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DHAKA.pdf

সিলেট কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

সিলেট বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_SYLHET.pdf

কুমিল্লা কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

কুমিল্লা বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CUMILLA.pdf

'

রাজশাহী কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

রাজশাহী বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_RAJSHAHI.pdf

 

দিনাজপুর কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২২

দিনাজপুর বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_DINAJPUR.pdf

বরিশাল কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

বরিশাল বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_BARISHAL.pdf

ময়মনসিংহ কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

ময়মনসিংহ বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MYMENSINGH.pdf

চট্টগ্রাম কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

চট্টগ্রাম বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_CHATTOGRAM.pdf

যশোর বোর্ডের কোন কলেজে কত পয়েন্ট লাগবে ২০২৩

যশোর বিভাগের সব সরকারি-বেসরকারি কলেজের তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_JASHORE.pdf

মাদ্রাসা বোর্ডের কোন মাদ্রাসায় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২৩

মাদরাসা বোর্ডের অধীনে থাকা সব আলিম মাদরাসার তালিকা, ঠিকানা, ভর্তি যোগ্যতা (ন্যূনতম পয়েন্ট / জিপিএ, আসন সংখ্যা এক ফাইলে পেতে PDF ফাইলটি Download করুন এই লিংক থেকে : http://xiclassadmission.gov.bd/svg_2021/SVG_MADRASAH.pdf

কলেজ ভর্তি আবেদন ২০২

কলেজে ভর্তির আবেদন অনলাইনে শুরু হবে শিগগিরই। আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।

একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্যতা

১. ২০২০, ২০২১, ২০২২ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০, ২০২১, ২০২২ সালে এস এস সি বা সমমানের পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থীগণ ২০২১-২২ শিক্ষাবর্ষে নীতিমালার অন্যান্য বিধানাবলি সাপেক্ষে কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছরে উত্তির্ণ শিক্ষার্থীসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

২. বিদেশি কোন বোর্ড বা অনুরুপ কোন প্রতিষ্ঠান হতে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা (২.১) এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে।

একাদশে ভর্তির গ্রুপ নির্বাচন যেভাবে

১. বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি;
২. মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোন ১টি এবং
৩. ব্যবসায় গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোন ১টি;


৪. যেকোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপের যেকোন ১টি;
৫. মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি এবং সাধারণ বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোন ১টি।

ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ-এ গ্রুপ নির্বাচন করতে পারবে, যথা:

i) সাধারণ শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে:

(ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রæপের যে কোনটি। তবে বিজ্ঞান গ্রæপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য
গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না;
(খ) মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি এবং
(গ) ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনটি।

ii) মাদ্রাসা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে :

(ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান,
সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি;
(খ) সাধারণ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রæপ ও
মুজাব্বিদ গ্রুপের যেকোনটি;
(গ) মুজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ গ্রæপ ও
মুজাব্বিদ গ্রুপের যেকোনটি;


(ঘ) দাখিল (ভোক) গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের বোর্ডের বিজ্ঞান, সাধারণ গ্রুপ ও মুজাব্বিদ গ্রুপের যেকোনটি ।

iii) কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে :

(ক) এসএসসি (ভোক)/দাখিল (ভোক) গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রæপের যে
কোনটি ।

iv) যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রুপ এর যে কোনটি ।

আরো দেখুন :
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম পূরণ, কলেজ চয়েস ও ফি জমার নিয়ম
সরকারি কলেজের তালিকা
ডাচ বাংলা স্কলারশিপ ২০২২

একাদশ শ্রেণিতে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে?

একাদশ শ্রেণিতে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এই তালিকা (বোর্ড বা বিভাগ ভিত্তিক) www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

একাদশ শ্রেণিতে কোন কলেজে কত আসন?

একাদশ শ্রেণিতে কোন কলেজে কত আসন, এই তালিকা (বোর্ড বা বিভাগ ভিত্তিক) www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং
ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।

Rate This Article

How would you rate this article?

Edu Daily 24
Edu Daily 24 Senior Writer

Experienced writer with deep knowledge in their field.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.