চীনা বিজ্ঞানীরা পশ্চিম চীনের বৃষ্টিপ্রবণ অঞ্চলে এক নতুন প্রজাতির সাপ আবিষ্কার করেছেন। সিছুয়ান প্রদেশে অবস্থিত এই অঞ্চলে পাওয়া নতুন সাপটির নাম রাখা হয়েছে ‘পশ্চিম চীনা পাহাড়ি সাপ’। সম্প্রতি এ তথ্য জানিয়েছে জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্কের ছেংতু ম্যানেজমেন্ট শাখা।
এ আবিষ্কারের বিস্তারিত চলতি বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক পিয়ার-রিভিউ জার্নাল জুয়োসিস্টেমেটিক্স অ্যান্ড ইভোল্যুশন-এ প্রকাশিত হয়েছে।
২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে, চায়না একাডেমি অব সায়েন্সেসের ছেংতু ইনস্টিটিউট অব বায়োলজি, ছিংহাই বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা প্রায় ৮০ সেন্টিমিটার লম্বা নির্বিষ সাপগুলোর একাধিক নমুনা সংগ্রহ করেন। সিছুয়ানের রাজধানী ছেংতুতে থাকা জায়ান্ট পান্ডা ন্যাশনাল পার্কের অংশে অমেই পর্বতের ঘন অরণ্যে পাওয়া গেছে সাপগুলো।
গবেষকরা নমুনা ও জিনগত বিন্যাস বিশ্লেষণ করে দেখেন, সাপগুলো প্ল্যাগিওফোলিস স্টায়ানি নামের একটি প্রজাতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তবে এরা স্বতন্ত্র প্রজাতি। নতুন প্রজাতির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে প্ল্যাগিওফোলিস প্লাভিয়ালিস, যার অর্থ ‘বৃষ্টিবন পাহাড়ি সাপ’। এরা দিনে সক্রিয় থাকে এবং কেঁচো ও শামুক খায়। সাপগুলোর ঘাড়ে উল্টো ‘ভি’ আকৃতির দাগ আছে।
গবেষকদের মতে, এই নতুন প্রজাতির আবিষ্কার প্রমাণ করে যে, চীনের অঞ্চলটি জীববৈচিত্র্য ও প্রজাতির বিবর্তনের হটস্পট হিসেবে বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: সিএমজি