জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির ‘জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আইনশাসন’ বিষয়ে ৮০তম অধিবেশনে চীনের স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং বৃহস্পতিবার চীনের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন। তিনি জানান, বিশ্ব এখন উত্তেজনাময় পরিবর্তনের নতুন যুগে প্রবেশ করেছে, যেখানে একতরফা পদক্ষেপ ও কর্তৃত্ববাদি আচরণ আন্তর্জাতিক আইনের মূলনীতিকে অবদমন করছে।
এ পরিপ্রেক্ষিতে ছয়টি মূল বিষয় তুলে ধরেন কেং। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও সম্পর্কের জন্য বৈশ্বিক মানদণ্ড হিসেবে জাতিসংঘ চার্টের লক্ষ্য ও নীতিকে ভিত্তি হিসেবে মানতে হবে, বৈশ্বিক আইন প্রণয়নে সমস্ত দেশের সমান অংশগ্রহণ, বিশেষ করে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর শক্তিশালী করতে হবে।
এ ছাড়া, সার্বভৌমত্বের প্রশ্নে সমতা রক্ষা, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও শর্ত সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করা, বাস্তব চাহিদা পূরণ করে সমবায় স্বার্থে কার্যকর কাঠামো তৈরি, জাতিসংঘ চার্টে স্পষ্টভাবে উল্লিখিত মধ্যস্থতা ও শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করা, জাতিসংঘের নীতি মেনে আন্তর্জাতিক শাসন ও সম্পর্কের গণতান্ত্রিকীকরণ করার কথাও বলেন তিনি।
কেং শুয়াং বলেন, চীন এক্ষেত্রে সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
সূত্র: সিএমজি