১১ অক্টোবর মধ্যরাতে সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালিয়েছে আফগানিস্তানের সীমান্ত রক্ষীরা। এই সময় পাকিস্তানি বাহিনীর কয়েকটি ঘাঁটি দখলে নেয় আফগান বাহিনী। সোশ্যাল মিডিয়ায় পাক সেনা আটক হওয়ার ছবি ভাইরাল হয়েছে। তবে বিস্তারিত জানা যায়নি।
গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
আফগান সেনাবাহিনী জানিয়েছে, ওই বিমান হামলার জবাবে তাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিশোধে পূর্বাঞ্চলে আফগান সীমান্তরক্ষীরা সীমান্তের বিভিন্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে।
এদিকে সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আফগান সেনাদের অসংখ্য গাড়ি পাকিস্তান সীমান্তের দিকে যাচ্ছে।