ভাইভা বোর্ডের মুখোমুখি

ভাইভা প্রশ্ন : আগে দুইবার ক্যাডার হয়েও কেন আবার এসেছেন?

Content Freshness & Accuracy

Last updated: Sep 23, 2025
Verified
Published Aug 7, 2025
Updated Sep 23, 2025
Next Review Mar 25, 2026

Our Freshness Pledge

We commit to regularly reviewing and updating our content to ensure it remains accurate, relevant, and trustworthy.

Learn About Our Review Process
ভাইভা প্রশ্ন : আগে দুইবার ক্যাডার হয়েও কেন আবার এসেছেন?
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সাখাওয়াত হোসেন ইমন। ৪৩তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। ৪১তম বিসিএসে পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং বর্তমানে তিনি ৪০তম বিসিএসে পশুসম্পদ ক্যাডারে কর্মরত। তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ চেয়ারম্যান : আগে পর পর দুইবার ক্যাডার হয়েও আবার কেন ভাইভা দিতে এসেছেন? আর কতগুলো পোস্ট নষ্ট করবেন? চয়েস লিস্ট বলুন। আমি : পররাষ্ট্র, পুলিশ...। শুনেছেন তো, সেদিন ঢাকায় এক পুলিশ সদস্যের প্রাণ গেল। পুলিশের চাকরিতে এত চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কেন পুলিশ হতে চান? —স্যার, জনগণের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিশ্চিত করতে গেলে তো কিছুটা চ্যালেঞ্জ থাকবেই। বস্তুত ছোটবেলায় ইউনিফর্মনির্ভর চাকরির প্রতি ভিন্ন রকম ভালো লাগা কাজ করত। তা ছাড়া পুলিশের চাকরির প্রমোশন গ্রোথ বেশ ভালো। অন্যান্য উল্লেখযোগ্য সুযোগ-সুবিধাও রয়েছে। বর্তমান ক্যাডারের (পশুসম্পদ) চাকরি কেমন উপভোগ করছেন? পোস্টিং কোথায়? —ভালো, চট্টগ্রামে। চট্টগ্রামে বাংলাদেশ সরকারের সম্প্রতি উদ্বোধন করা প্রকল্পের নাম কী? —বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এর এক পাশে শহর (পতেঙ্গা), অন্য পাশে গ্রাম (আনোয়ারা)। এই প্রকল্প কি সত্যি উপকারী? কী মনে হয় আপনার? —আমি মনে করি, এটি বাংলাদেশ সরকারের গৃহীত একটি যুগান্তকারী পদক্ষেপ। কারণ এতে দুই পাশের মধ্যে (শহর ও গ্রাম) কানেক্টিভিটি বাড়বে, শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রের পরিধিও বাড়বে। পর্যটন খাত প্রশস্ত হবে। এই প্রজেক্ট কিভাবে ট্যুরিজমে ইতিবাচক প্রভাব ফেলবে? —চট্টগ্রামের মিরসরাই থেকে একটি রুট নির্মিত হবে, যা এই টানেলকে লিংক করে একেবারে কক্সবাজার পর্যন্ত যাবে। কক্সবাজারকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক গৃহীত পদক্ষেপগুলো বলুন। —মেরিন ড্রাইভ প্রকল্প, বিভিন্ন হোটেল-মোটেল প্রকল্প, রেলওয়ে প্রকল্প। এ ছাড়া কক্সবাজার, সেন্ট মার্টিনসহ ১৩টি অঞ্চল সংরক্ষণকল্পে এসব অঞ্চলকে ইসিএর (ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া) আওতাভুক্ত করা হয়েছে। সেন্ট মার্টিনে কী ধরনের সমস্যা হচ্ছে? —বিপুলসংখ্যক পর্যটকের সমাগমে পানিদূষণ হচ্ছে। তা ছাড়া এ অঞ্চল সাবমারজড (প্লাবিত) হওয়ার আশঙ্কায় রয়েছে। সেন্ট মার্টিন কিসের জন্য বিখ্যাত? —প্রবালের জন্য। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সেখানকার প্রবালের ওপর কেমন প্রভাব পড়বে? —সাবমারজড (প্লাবিত) হবে। (আসলে বলা উচিত ছিল, প্রবালগুলো মারা যাবে) এক্সটার্নাল-১ : আপনার উচ্চতা কত? —৫ ফুট ৪ ইঞ্চি। এই উচ্চতা দিয়ে পুলিশ ক্যাডার হওয়া যায়? —হ্যাঁ স্যার, সম্ভব। What is blue economy? —Ocean based economy. Tell  the name of the sectors of it. —Fisheries, Salt industry, Renewable & non-renewable energy resources, Ship breaking industry, Ship building industry, Tourism, Sea weed, Sea grass etc. As you are working as a poultry development officer, tell me the names of some poultry based industrial institution. —Paragon, Aftab, CP poultry, Nourish, PRAN etc. এক্সটার্নাল-২ : Why foreign affairs is your first choice? আমি : Sir, Firstly, I’ve an unquenchable thirst for exploring the world, to know about different culture & people. Besides, working in foreign service provides some special advantages like excellent promotion growth, nice working environment, opportunity of representing my country in global arena. On the other hand, some of recent achievements of our diplomats like declaration of international mother language day, sea victory with India & Myanmar, land demarcation with India - those all were possible due to the dynamic diplomacy of our diplomats. চেয়ারম্যান : ঠিক আছে। আপনার ভাইভা শেষ। আপনি আসুন। (কাগজপত্র নিয়ে সালাম দিয়ে বের হয়ে এলাম।) সূত্র: কালের কণ্ঠ
Edu Daily 24
Edu Daily 24 Senior Writer Expert in ভাইভা বোর্ডের মুখোমুখি

Experienced writer with deep knowledge in ভাইভা বোর্ডের মুখোমুখি.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current and relevant.

Unbiased Coverage

We strive to present balanced and unbiased information.