ভাইভা প্রশ্ন :আপনার পরিবারে কেউ পুলিশে চাকরি করে?

ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
Rate this post

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন মোহাম্মদ সোহেল। ৪৩তম বিসিএসে তিনি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। ২০২৩ সালের অক্টোবরে দেওয়া তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

অনুমতি নিয়ে ভাইভা রুমে গিয়ে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যান : এখন কি কোনো চাকরি করছেন?
আমি : জি স্যার। এনবিআরসি ব্যাংকে কর্মরত আছি।
আচ্ছা, এই ব্যাংকের চেয়ারম্যানের নাম কী? কোথায় বাড়ি?
(ব্যাংকের তত্কালীন চেয়ারম্যানের নাম ও বাড়ির তথ্য দিলাম।)
প্রথম পছন্দ পুলিশ দিয়েছেন, কেন দিয়েছেন তিনটি কারণ বলুন।
— স্যার, (১) পুলিশ একটি ডাইনামিক ক্যাডার, বিভিন্ন ইউনিট যেমন—ডিবি, এসবি, সোয়াত, র্যাব এগুলোর মাধ্যমে জনগণের সেবার সুযোগ আছে। (২) বিদেশে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কাজ করার সুযোগ রয়েছে। (৩) পুলিশের র্যাংক ব্যাজ ও ইউনিফর্মের প্রতি আলাদা সম্মান রয়েছে।
আপনার পরিবারে কেউ পুলিশে চাকরি করে?
—না স্যার।
সম্প্রতি পুলিশের একটি ইউনিট চালু হয়েছে, নাম জানেন?
স্যার, এমআরটি ইউনিট।
এমআরটি পুলিশ ইউনিটের কাজ কী?
—স্যার, এটি মূলত মেট্রো রেলস্টেশনে যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য গঠিত হয়েছে। সরকার সম্প্রতি এই ইউনিটের অনুমতি দিয়েছে।
আচ্ছা, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আশানুরূপ আসছে না কেন?
—স্যার, আমাদের ব্যাংকিং সিস্টেমের দুর্বলতার কারণে এমনটি হচ্ছে। কারণ বৈধ পথে রেমিট্যান্স পাঠালে ডলারপ্রতি ১১০ টাকা পায়, অথচ নন-ব্যাংকিং চ্যানেলে বা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে প্রতি ডলারে ১১৬-১১৮ টাকা পাচ্ছে। এই কারণে প্রবাসীরা হুন্ডির মাধ্যমে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছে।
তাহলে এর সমাধান কী?
— স্যার, ডলার রেট বাজারব্যবস্থার ওপর ছেড়ে দিতে হবে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের বিভিন্ন প্রণোদনাসহ সুযোগ-সুবিধা বাড়াতে হবে।
আচ্ছা, মূল্যস্ফীতি কী?
—স্যার, যখন কোনো দ্রব্যসামগ্রীর দাম আগের তুলনায় বেড়ে যায়, সেটাই মূল্যস্ফীতি। স্যার, মনে করি, বাজারে কোনো একটি দ্রব্যের দাম আগে ১০০ টাকা ছিল, বর্তমানে ১১২ টাকা। তাহলে এখানে ১২% মূল্যস্ফীতি হয়েছে।

এক্সটার্নাল-১ : Have You heard the term phonology?  Tell us  the definition.
– Yes sir, Phonology is the study of the patterns of sounds in a language.
Tell about the difference between Phonetics and Phonology?
– Sir, Phonetics is the branch of linguistics which studies the production and classification of human sounds while phonology is the study of sound patterns. But, sir was not satisfied with the answer.  
What is Syntax?
– Sir, Syntax is the study of words and morphemes?
Ok , tell us the definition of morphemes.
– Sir, it is the study of sentence formation.
Are you sure? It is the sentence formation?
– Sorry sir. Morpheme, is the smallest grammatical unit of speech.
What is the basic difference between Morpheme and Phoneme ?
– Sorry Sir.

এক্সটার্নাল-২ : What is your point of interest?
—Sir, I want to join BCS police cadre and serve the nation.
No, I mean, What do you like to do in free time?
—Well sir, I love travelling, reading books and newspapers, watching television etc.
Ok, Which type of books do you enjoy?
—Sir, I love to read fiction, Thriller, Economic related books.
Well, Have you read ‘Waiting for Godot’? Who is the writer and what is the theme of book?
—Yes sir, It was wrote by Samuel Beckett. The theme of the book is about absurdity, meaning of life, modern complexity, human existence etc.

চেয়ারম্যান : পুলিশের প্রশিক্ষণ কোথায় কোন একাডেমিতে হয়?
—স্যার, পুলিশের প্রশিক্ষণ হয় ‘বাংলাদেশ পুলিশ একাডেমি’তে। এটি রাজশাহীর সারদায়।
আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন।

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.