জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম। ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন
আমার ক্যাডার পছন্দক্রম ছিল বিসিএস প্রশাসন, আবগারি ও শুল্ক, পুলিশ এবং শিক্ষা। ভাইভা বোর্ডে ছিলাম ১৩ মিনিটের মতো। চেয়ারম্যান স্যার বাংলায়, এক্সটার্নাল-১ ও এক্সটার্নাল-২ স্যার ইংরেজিতে প্রশ্ন করেছেন। সালাম দিয়ে প্রবেশ করে অনুমতি পেয়ে বসলাম।
চেয়ারম্যান : এখন কী করছেন?
আমি : বর্তমানে এসবিএসি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি। সম্প্রতি সোনালী ব্যাংকে অফিসার (জেনারেল) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছি।
ব্যাংকে কত দিন ধরে আছেন?
—দেড় বছর হলো, স্যার।
তাহলে তো এখন ভালোই বেতন পাচ্ছেন। সোনালী ব্যাংকে চাকরি করবেন?
—স্যার, এখন দশম গ্রেডে ঢুকব না। সরাসরি নবম গ্রেডে যাওয়ার ইচ্ছা।
আর কী কী অপশন আছে?
—স্যার, সামনে ব্যাংকে সিনিয়র অফিসার পদের ভাইভা আছে। আর বিসিএস হলে তো হলোই।
আচ্ছা, ঠিক আছে। গার্মেন্ট শ্রমিকদের বেতন বাড়িয়ে এখন কত করা হয়েছে?
—স্যার, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ১২,৫০০ টাকা করা হয়েছে।
আপনি কী মনে করেন এটি যৌক্তিক?
—জি স্যার। ৮,০০০ টাকা থেকে ৫৬.২৮% বাড়িয়ে ১২,৫০০ টাকা করা হয়েছে। বেতন একসঙ্গে খুব বেশি বাড়ানো হলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। গার্মেন্ট পণ্যের দাম বেড়ে যাবে। স্বল্প মূল্যে আর রপ্তানি করা যাবে না।
বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে পোশাকশিল্পের তুলনা করুন।
—বাংলাদেশ সবচেয়ে বেশি পরিমাণে তৈরি পোশাক রপ্তানি করে। আর তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনাম দ্বিতীয়।
পিপিপি কোন দেশে কত, জানেন?
—সরি স্যার, জানা নেই।
নবাব ফয়জুন্নেসা কে ছিলেন?
—তিনি বিশ্বের একমাত্র মহিলা নবাব ছিলেন।
কে নবাব উপাধি দিয়েছে?
—দুর্ভিক্ষের সময় তিনি তাঁর সম্পদ দিয়ে সহায়তা করেছিলেন। পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার তাঁকে পাওনা পরিশোধ করতে চাইলে তিনি নেননি। তাঁর এই মহানুভবতায় রানি ভিক্টোরিয়া তাঁকে নবাব উপাধি দেন।
ইউনেসকোর পূর্ণরূপ কী?
—ইউনাইটেড ন্যাশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন।
বাংলাদেশে ইউনেসকো ঘোষিত ঐতিহ্যবাহী স্থান কয়টি ও কী কী?
—তিনটি। সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুর বৌদ্ধবিহার।
External-1 : What is Entomology?
-The largest phylum of insects.
What is IPM?
-Integrated Pest Management.
Causes of dengue fever?
– Identification of Aedes aegypti (Black & white stripped leg).
External-2 : How many Union Parishad we have?
– Around 9500.
How many levels are there in Administration?
-Sir, there are 3 levels of Administration, 1. Zila Parishad 2. Upazila Parishad 3. Union Parishad.
Only these three?
– Sir, there are another 2 levels in city, 1. Pourashava 2. City Corporation.
How UP consist of?
– UP (Union Parishad) consists of 13 members. Chairman-1, Elected Members-9 & Reserved Women Seats-3.
What local government do?
-They solve local problems.
Only local problems?
-Sir, they also solve local conflicts, do infrastructural works etc.
What is BFIU?
-Bangladesh Financial Intelligence Unit.
সূত্র: কালের কণ্ঠ