ভাইভা প্রশ্ন :লিটমাস পেপারের কাজ কী?

ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
Rate this post

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এ কে এম আরিফ-উজ-জামান। তিনি ৪১তম বিসিএসে ফরেস্ট ক্যাডারে যোগ দিয়েছেন। এ ছাড়া ৪৩তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করে সালাম দিলাম। চেয়ারম্যান স্যার বসতে বললেন।

চেয়ারম্যান: কী করছেন এখন?
আমি: বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল হিসেবে কর্মরত আছি, স্যার।
এখন পোস্টিং কোথায়?
—রজনীগঞ্জ বাজার শাখা, সুনামগঞ্জ।
বর্তমানে আপনার শাখায় রেমিট্যান্স প্রবাহ কেমন?
—আগের চেয়ে বেশি স্যার।
রেমিট্যান্স প্রবাহ বাড়ার কারণ কী?
—স্যার, ঈদের মৌসুম হওয়ায় রেমিট্যান্স প্রবাহ অনেক বেশি। কারণ ঈদের সময় প্রবাসীরা তাঁদের আত্মীয়-স্বজনদের তুলনামূলক বেশি টাকা পাঠানোর চেষ্টা করেন। ঈদের পর রেমিট্যান্স প্রবাহ কমে যাবে।
মাস্টার্স কোন ডিপার্টমেন্টে?
—প্লান্ট প্যাথলজি, স্যার।
এত কঠিন বিষয়ে মাস্টার্স করেছেন?
—জি স্যার।
আখের ৫টি রোগের নাম বলুন।
—খোল পচা রোগ, আংটি দাগ রোগ, পাতার লাল দাগ রোগ, মোজাইক রোগ, চক্ষু দাগ রোগ।
পেয়ারার কয়েকটি রোগের নাম বলুন।
—দঃখিত স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে একটা রোগের প্যাথজেনের নাম মনে আছে, এটা হলো Pestalotia।
অক্সিজেন ডিমান্ডের ওপর ভিত্তি করে ব্যাকটেরিয়া কত প্রকার?
—২ প্রকার স্যার। Aerobic ও Anaerobic ব্যাকটেরিয়া।
এবার কয়েকটি Aerobic ও Anaerobic ব্যাকটেরিয়ার উদাহরণ দিন।
—স্যরি স্যার, আমার জানা নেই।
লিটমাস পেপারের নাম শুনেছেন? এর কাজ কী?
— জি স্যার। এর সাহায্যে কোনো দ্রবণের অম্লত্ব ও ক্ষারত্ব বের করা যায়।
কিভাবে?
—এসিড নীল লিটমাসকে লাল করে ও ক্ষার লাল লিটমাসকে নীল করে।

এক্সটার্নাল-১: আচ্ছা, এলডিসি থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশ কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে পারে?
—বললাম।
ট্যাক্স-জিডিপি রেশিও কী, বলতে পারবেন?
—স্যরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না।
বর্তমানে বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কত?
—২৮২৪ ডলার।

এক্সটার্নাল-২: আপনার তো প্রথম পছন্দ প্রশাসন ক্যাডার। প্রশাসনিক কাঠামো সম্পর্কে বলুন।
—৮টি বিভাগ, ৬৪টি জেলা, ৪৯৫টি উপজেলা, ৪৫৭১টি ইউনিয়ন।
ভূ-রাজনীতি বলতে কী বোঝেন?
—আধুনিক বিশ্বে এক দেশের ওপর অন্য দেশের প্রভাব বিস্তার করাকেই মূলত ভূ-রাজনীতি বলা হয়।
চীন কিভাবে অন্য দেশের ওপর প্রভাব বিস্তার করছে?
(শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশে চীনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন এবং স্ট্রিং অব পার্লস নিয়ে বিস্তারিত বললাম।)
আচ্ছা, আপনি তো একজন কৃষিবিদ। কয়েকটা জিএমও ক্রপের (GMO Crops) নাম বলতে পারবেন?
—জি স্যার। বিটি বেগুন, বিটি কর্ন, গোল্ডেন রাইস।
আচ্ছা, বিটি বেগুন নিয়ে তো বেশ কন্ট্রোভার্সি আছে। আপনার কী মনে হয়? বিটি বেগুন কি মানবদেহের জন্য উপকারী নাকি ক্ষতিকর?
—স্যার, আমি মাস্টার্সে পড়াশোনার সময় বিটি বেগুন নিয়ে একটা প্রেজেন্টেশন বানিয়েছিলাম। তখন আমি বেশ কিছু লিটারেচার ঘাঁটাঘাঁটি করেছিলাম। সে অনুযায়ী বলতে পারি—বিটি বেগুনে Bacillus thuringiensis ব্যাকটেরিয়ার যে জিন অর্থাত্ cry1ac জিন প্রকৌশলের মাধ্যমে ইনকরপোরেট করা হয়। সেই জিন রান্না করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই বলা যায়, বিটি বেগুন মানবদেহের জন্য মোটেও ক্ষতিকারক নয়।
আপনি যেই জার্নালে এটা পেয়েছেন, সেটা পিয়ার রিভিউড জার্নাল?
—স্যরি স্যার, পিয়ার রিভিউড কি না আমার জানা নেই। তবে জার্নালের নাম Elsevier।
আচ্ছা শেষ প্রশ্ন। আপনার হবি কী?
—বই পড়া, থ্রিলার মুভি ও ওয়েব সিরিজ এবং ক্রিকেট খেলা দেখা।
ক্রিকেট খেলতে ভালো লাগে না?
—জি না, স্যার।
আপনি এখন আসতে পারেন। (সার্টিফিকেট নিয়ে সালাম দিয়ে চলে এলাম।)

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.