বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন মো. তামিম নূর ইসলাম। তিনি ৪৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন
এম এম মুজাহিদ উদ্দীন
ভাইভা হয়েছিল ২২ নভেম্বর ২০২৩ তারিখে। আমার বিসিএস ক্যাডার পছন্দক্রম ছিল যথাক্রমে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ, কাস্টমস ইত্যাদি। ভাইভা বোর্ডে ২৫ মিনিটের মতো ছিলাম। ভাইভায় বেশির ভাগ প্রশ্ন ছিল ইংরেজিতে।
Myself: Assalamu Alikum. May I come in sir?
Chairman: Yes, come in and take your seat.
-Thank you, sir.
Ok, Do you read newspaper?
Tell us more about Israel and Palestine conflict.
– On 7th October 2023, Palestine fighters launched a series of rocket attack on Israel part beside Gaza, Almost 4000 rockets launched against Israel; Sir, this is considered the biggest attack on Israel by Palestinian. This attack results in approximately 1000 deaths and 250 Israeli civilians and solders were taken on hostage to Gaza strip.
Chairman sir: You know our honorable Prime minister recently visited Saudi Arabia. Tell us the outcome of her visit.
– Sir, Our honorable Prime minister took part in ‘Women in Islam status and Empowerment’ international conference held in Jeddah, Saudi Arabia on 6th November 2023. Our Prime minister delivered an inspiring speech to the world leaders by taking immediate steps to end the ongoing war between Israel and Palestine. She also put pressure on her speech about a comprehensive vision for women empowerment and promoting gender equality.
Okay, Can you tell me about the Cox’s Bazar Iconic Railway station?
– Yes sir, Prime minister Sheikh Hasina inaugurated the country’s first and Asia’s largest iconic railway station near Cox’s Bazar beach yesterday. It’s a green station with every facility like quality hotel, restaurant, shopping malls, convention center, Child care center, luggage lockers etc. for travelers. It’s a six storied building situated on 29 acres land shaped like an oyster shell.
এক্সটার্নাল ১ : বঙ্গবন্ধু টানেল নির্মাণকারী প্রতিষ্ঠানটির নাম কী? কিভাবে তৈরি করা হয়েছে?
—স্যার, বঙ্গবন্ধু টানেলটির নির্মাণকারী প্রতিষ্ঠান হলো চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কম্পানি লিমিটেড। বঙ্গবন্ধু টানেল নির্মাণে ডাবল শেল ড্রিলিং পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
এক্সটার্নাল-১ : ব্রিজ ডিজাইন মুভিং লিড কিভাবে হিসাব করা হয়? ইনফ্লুয়েন্স লাইন বলতে কী বোঝ? টি-বিম বলতে কী বোঝ?
(আমি বিস্তারিত বললাম।)
Chairman sir: Tamim, as your first choice in BCS foreign, tell me what is extradition?
– Extradition is the official arrangement between two countries to exchange criminals.
Good Tamim, you know Bangladesh’s two neighboring country are India and China. If I want you to choose only one country from there which one you will choose?
– Sir, In this situation I will definitely go for India.
Why?
– The relation between India and Bangladesh are historical, culture, social and also economical. We have a common heritage originating from Bangla region. We shared our 95% borders with India. With the help of India as well as know India gave arms, military training, aircraft, shelter, food and most importantly recognition in our liberation war. That’s the reason for me to choose India over China.
এক্সটার্নাল ২ : ময়মনসিংহের উপজেলাগুলোর নাম বলো।
(আমি সব উপজেলার নাম বললাম।)
মুদ্রাস্ফীতি বলতে কী বোঝ? (আমি সোনালী ব্যাংকে সুপারিশপ্রাপ্ত হয়েছি জেনে স্যার এ প্রশ্ন করেছেন)
—পণ্য বা সেবার মূল্য আগের তুলনায় বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে।
মুদ্রাস্ফীতি কেন হয়?
—যদি কোনো দেশের বাজারে পণ্যের তুলনায় মুদ্রার সরবরাহ অনেক বেশি বেড়ে যায়, তাহলে মুদ্রাস্ফীতি হয়। এর কারণ একই পরিমাণ পণ্য কিনতে গেলে আগের তুলনায় অনেক বেশি খরচ হয়।
বর্তমানে বাংলাদেশে ইনফ্লেশন রেট কত?
—৯.৪৯ শতাংশ, স্যার।
Chairman: Last question, What is the name of the Israel operation on Palestine?
– Sir, the name of the operation is ‘Operation swords of Iron’. Its objectives are destroying Palestine fighters, freeing the hostages and taking the full controlling over Gaza Strip.
Okay, Best of luck. Take your certificate.
সূত্র: কালের কণ্ঠ