ভাইভা প্রশ্ন :রিজার্ভ সংকটের কারণ কী?

ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
Rate this post

৪৩তম বিসিএসে কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছেন ওমর ফারুক। তিনি পড়াশোনা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। ভাইভা বোর্ডে ছিলেন ১৭ মিনিটের মতো। তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করি, সালাম দিয়ে বসার অনুমতি পেয়ে বসি।
চেয়ারম্যান : You are a student of an Agricultural University,  Currently what are you doing now?
আমি : Sir, currently I am working as a Primary school teacher recruited this year.
Which subjects do you teach in Primary school?
—English, Math and General science. (স্যার ভাইভায় এ তিনটি বিষয় থেকে প্রশ্ন করেছেন)।  
একটি ট্রান্সলেশন করেন তো, ‘আমি ইংরেজি ভালোই পড়াই’
—I teach English very well.
০.০১৭কে শতকরা করলে কত হবে?
—স্যার, ১.৭।
সালোকসংশ্লেষণ হতে হলে কী কী লাগে?
—স্যার, সূর্যালোকের উপস্থিতিতে পানি, কার্বন ডাই-অক্সাইড ও ক্লোরোফিল।
মনে করেন, একটি রুমের ভেতরে দু-তিনটি লাইট দিয়ে টবে করে গাছ লাগানো হলো, এ ক্ষেত্রে কি সালোকসংশ্লেষণ হবে?
—জি স্যার, সালোকসংশ্লেষণ হবে। কিন্তু সালোকসংশ্লেষণের হার কম হবে।

এক্সটার্নাল-১ : চা চাষের জন্য কোন ধরনের মাটি প্রয়োজন? আর কী কী লাগে?
—স্যার, Slightly acidic. Sloppy land, Rainfall.
কী পরিমাণ বৃষ্টিপাত লাগে?
—২০০-২২০ সেন্টিমিটার বৃষ্টিপাত লাগে।
চা কি আমরা রপ্তানি করি? রপ্তানি করলে কোন কোন দেশে করে থাকি?
—স্যরি স্যার। (সঠিক উত্তর জানা ছিল না)
বাংলাদেশের কোথায় চা উত্পাদন বেশি হয়ে থাকে?
—স্যার, মৌলভীবাজার জেলায়।  
অর্গানিক চা কোথায় উত্পাদিত হয়?
—স্যার, পঞ্চগড় জেলায়।  

এক্সটার্নাল-২ : আমাদের প্রবাসীরা হুন্ডির মাধ্যমে ডলার পাঠাচ্ছেন। এ কারণে দিন দিন রিজার্ভ সংকট হচ্ছে। রিজার্ভ সংকটের আর কী কী কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন?
—স্যার, রপ্তানি আয় কম হচ্ছে, আমদানি ব্যয় বাড়ছে।
সরকার তো প্রণোদনা দিচ্ছে, সেই প্রণোদনা কত পার্সেন্ট?  
—স্যার, ২.৫ শতাংশ। (স্যার, উত্তরটি নিলেন না, বললেন—পত্রিকা পড়লে তো জানার কথা)  
আচ্ছা বলুন, নারীদের জন্য একটি বিশেষ প্রকল্প উদ্বোধন (অক্টোবর ২০২৩) করা হয়েছে, সেটি কী?
—স্যরি স্যার। (উত্তর হবে—জয়িতা টাওয়ার উদ্বোধন করা হয়েছে। নারী উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ করে দিতে এই ভবন উদ্বোধন করা হয়)।
কয়েকটি মেগাপ্রকল্পের নাম বলুন।  
—মেট্রো রেল, পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ইত্যাদি।  

চেয়ারম্যান : আচ্ছা, আমাদের স্বল্প জমিতে উত্পাদন বাড়াতে হলে আপনি কী কী পদক্ষেপ নেবেন?
—ফসলের নিবিড়তা বৃদ্ধি, কৃষিতে যান্ত্রিকীকরণ, উচ্চফলনশীল জাত, উন্নত সেচব্যবস্থার মাধ্যমে কৃষির উত্পাদন বাড়ানো যেতে পারে।
ওকে, আপনি আসতে পারেন, বেস্ট অব লাক! (সবাইকে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে যাই।)

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.