ভাইভা প্রশ্ন : সংসদে ‘তারকা’ ও ‘সম্পূরক’ প্রশ্ন বলতে কী বোঝানো হয়?

ভাইভা প্রশ্ন : সংসদে ‘তারকা’…
ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
Rate this post

মোস্তাসিম বিল্লাহ রনি পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তিনি ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এটা ছিল তাঁর প্রথম ভাইভা। ভাইভা বোর্ডে ছিলেন ১৫ মিনিটের মতো। তাঁর চাকরি পাওয়ার অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

আমি : স্যার আসতে পারি?
চেয়ারম্যান : জি, আসুন।
আমি : আসসালামু আলাইকুম, স্যার।
(চেয়ারম্যান স্যার সালাম গ্রহণ করে বসতে বললেন)
চেয়ারম্যান : When did you complete your honours degree?
আমি : Answered.
চেয়ারম্যান : বাংলাদেশে উদ্ভাবিত নতুন পাঁচটি শস্যের জাতের নাম বলুন।
আমি : ব্রি ধান-১০৭, ব্রি ধান-১০৮…। (দুটি শস্যের নাম বলতে পেরেছি)
চেয়ারম্যান : লবণাক্ত পানি বেড়ে যাওয়ার সঙ্গে কি বরফ গলার সম্পর্ক আছে?
আমি : সম্পর্ক নেই, স্যার। কারণ মেরু অঞ্চলে বরফ গলার ফলে স্বাদু পানির পরিমাণ বৃদ্ধি পায়, লবণাক্ত পানির পরিমাণ বৃদ্ধি পায় না।
চেয়ারম্যান : What is the main reason behind this?
আমি : Due to lack of rainfall. (কিছুক্ষণ ভেবে বলেছিলাম)।
চেয়ারম্যান : What is the difference between sympathy and empathy?
আমি : Sorry sir, I Don’t know. (Sympathy সম্পর্কে জানতাম, কিন্তু এদের মধ্যে পার্থক্য জানা ছিল না)।
চেয়ারম্যান : জাতীয় সংসদে ‘তারকা’ ও ‘সম্পূরক’ প্রশ্ন বলতে কী বোঝানো হয়?
আমি : তারকা চিহ্নিত প্রশ্নগুলো মৌখিক উত্তরের জন্য। (সম্পূরক প্রশ্ন সম্পর্কে জানা ছিল না)
এক্সটার্নাল-১ : What is DNA and Gene?
আমি : DNA is the molecule that carries genetic information for the development and functioning of an organism.
এক্সটার্নাল-১ : Do you know about exons and introns?
আমি : Exons and introns are nucleotide sequence within a gene.
Non-coding sequeces found in DNA or RNA is known as introns.
Coding sequences found in DNA or RNA is known as exons.
এক্সটার্নাল-১ : Briefly discuss the success of genetic engineering in Bangladesh?
আমি : i) In genome sequencing project.
ii) In biotechnology industry.
এক্সটার্নাল-১ : কুইন মেরি কী?
আমি : জানা নেই, স্যার।
এক্সটার্নাল-২ : What is ombudsman and in which article it is described?
আমি : An ombudsman is an independent official who has been appointed to investigate complaints that people make against the government or public organisations. It is described in article number 77.
এক্সটার্নাল-২ : Describe two minutes about BANGABANDHU TUNNEL?
আমি : It is also known as the Karnaphuli tunnel. It is an underwater tunnel located under Karnaphuli river which connects Chittagong City with Anwara Upazila. This tunnel has greatly improved transport connectivity in the region, reducing traffic congestion and travel time between Chittagong and Anwara. It provided an important link for both commercial and passenger vehicles, increase trade and facilitate the movement of goods and people.
এক্সটার্নাল-২ : Do you have any idea about blood money?
আমি : No, sir.
এক্সটার্নাল-২ : দিয়েগো গার্সিয়া কী?
আমি : ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি। ১৯৬৬ সালে এক প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে এটি যুক্তরাষ্ট্রের হস্তগত হয়েছিল।
চেয়ারম্যান : ওকে, মিস্টার মোস্তাকিম, আপনি আপনার পেপারগুলো নিন।
আমি : পেপারগুলো নিয়ে সালাম দিয়ে রুম থেকে বের হয়ে এলাম।

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.