ভাইভা প্রশ্ন : কেন প্রশাসন ক্যাডার চান, তিনটি পয়েন্ট বলেন

ভাইভা হয়েছিল ২০২৩ সালের ৪ অক্টোবর।

ভাইভা বোর্ডের মুখোমুখি - ভাইভা প্রশ্ন-উত্তর ও অভিজ্ঞতা
Rate this post

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মোহাম্মদ শাহরিয়ার পারভেজ। ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মেধাক্রমে ষষ্ঠ হয়েছেন। ভাইভা বোর্ডে ছিলেন ১৭ মিনিটের মতো। তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ

অনুমতি নিয়ে ভাইভা রুমে প্রবেশ করলাম।

চেয়ারম্যান : ৪১তম বিসিএসে পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কেন ভাইভা দিতে এসেছেন?
আমি : স্যার, প্রশাসন ক্যাডার আমার প্রথম পছন্দ।
প্রশাসন ক্যাডার হওয়াই লাগবে?
—জি স্যার।
কেন প্রশাসন ক্যাডার চান? তিনটি পয়েন্ট বলেন।
—১. একমাত্র প্রশাসন ক্যাডারে নিয়োগ পেলে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়া যায়। ২. ডিএস পুলের মাধ্যমে প্রায় ৭০ শতাংশ কর্মকর্তাকে প্রশাসন ক্যাডার থেকে সচিবালয়ে নিয়োগ দেওয়া হয়। ৩. প্রশাসন ক্যাডার একটি বৈচিত্র্যময় ক্যাডার, এই ক্যাডার থেকে ডেপুটেশন এবং লিয়েনে অন্য মন্ত্রণালয়ে নিয়োগের সুযোগ থাকে।
এখন কি টেলিটকে চাকরি করছেন? (এওসি দেখে)
—জি স্যার, টেলিটকে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি।
যখন টেলিটক সিম বের হয়, তখন লাইন দিয়ে মানুষ সিম কিনেছে। তাদের নেটওয়ার্কের এই অবস্থা কেন?
—স্যার, টেলিটকের প্রধান সমস্যা আসলে বিনিয়োগ কম। যেখানে গ্রামীণফোনের বিনিয়োগ প্রায় ৫০০ হাজার কোটি টাকা, সেখানে টেলিটকের বিনিয়োগ মাত্র প্রায় ৫.৫ হাজার কোটি টাকা। আমাদের প্রায় দুই হাজার ২০০ কোটি টাকার একটি প্রজেক্ট চলমান। এটি শেষ হলে সারা দেশে ফোরজি সুবিধা পাওয়া যাবে।
এনটিএমসি কী কাজ করে, বলেন।
—স্যার, এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র সংস্থা, যা দেশের মধ্যে সবার মোবাইল তথ্য মনিটর করে।
বিটিআরসি কী করে?
—স্যার, দেশের সব মোবাইল অপারেটরকে নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশের স্থানীয় সরকারের কয়েকটি স্তরের নাম বলেন।
—জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ।
আর শহর অঞ্চলে?
—স্যার, পৌরসভা ও সিটি করপোরেশন।
বর্তমানে সিটি করপোরেশন কয়টি?
—১২টি।

এক্সটার্নাল-১ : জেলা প্রশাসকের কাজগুলো বলেন তো?
—স্যার, জেলার সার্বিক দায়িত্ব পালন করা; যেমন—উন্নয়নমূলক কাজ, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং অপরাধ দমন করা।
প্রধান কাজই তো বললেন না, ডেপুটি কালেক্টর হিসেবে কাজ করা।
—জি স্যার, জেলার সব রাজস্ব আদায় করেন জেলা প্রশাসক।
আপনি ইউএনও হিসেবে নিয়োগ পাওয়ার পর কিভাবে অবদান রাখবেন?
—ভিশন ২০৪১, স্মার্ট বাংলাদেশ, সাইবার সিকিউরিটি ইত্যাদি সামনে রেখে কাজ করব।

এক্সটার্নাল-২ : আপনার বাসা তো নীলফামারীতে। এটা কোন সেক্টরের অধীন ছিল?
—স্যার, ৬ নম্বর সেক্টর।
সেখানকার সেক্টর কমান্ডার কে ছিলেন?
—উইং কমান্ডার খাদেমুল বাশার।
আচ্ছা, আপনি তো টেলিটকে আছেন, বছরের পর বছর এমন লস করছে, তাহলে শেয়ারবাজারে দিচ্ছেন না কেন?
—স্যার, কোনো কম্পানির শেয়ারবাজারে যেতে হলে পর পর দুই অর্থবছরে প্রফিটে থাকা লাগে, কিন্তু টেলিটক লসে আছে।
আপনি যদি টেলিটকের সচিব হন, তাহলে কি এভাবে লস দিয়ে কম্পানি চালাবেন?
—স্যার, প্রথমে যাতে লাভ হয় সেই চেষ্টা করব। তারপর অন্য চেষ্টা করব। তবে কম্পানি তো বন্ধ করা যাবে না।

বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প কোনটি?
—স্যার, রূপপুর পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প।
এর প্রধান কাঁচামাল কী? কোন দেশ থেকে আনা হয়েছে?
—ইউরেনিয়াম। রাশিয়া থেকে।
বাংলাদেশ পারমাণবিক শক্তিতে কততম? এটা যে সংস্থা দেয় তার নাম কী?
—৩৩তম। আইএইএ।
এর ফুল ফরম কী?
—ইন্টারন্যাশনাল অটোমেটিক এনার্জি এজেন্সি।
রূপপুরের মোট বাজেট কত?
—১৪ হাজার কোটি ডলার।
ঠিক আছে, আপনি আসুন। বেস্ট অব লাক।

সূত্র: কালের কণ্ঠ

Follow Us on Google News!

Stay updated with our latest news and articles directly from Google News.

Follow on Google News

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.