চীনের আধুনিকীকরণ প্রক্রিয়ার জন্য সমর্থন, ঐকমত্য, প্রজ্ঞা ও শক্তি একত্রিত করতে একটি বিস্তৃত সম্মিলিত ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ওয়াং হুনিং।
সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় অর্থনৈতিক কেন্দ্র কুয়াংতোং প্রদেশের শেনচেন এবং হুইচৌ শহর পরিদর্শন করে এই মন্তব্য করেন তিনি। চীনা জনগণের রাজনৈতিক পরামর্শদাতা সম্মেলন (সিপিপিসি) জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং তরুণদের বিপ্লবী ঐতিহ্য ও উত্তরাধিকার বহন করার প্রচেষ্টা চালানো এবং বেসরকারি উদ্যোগগুলোকে উচ্চ-মানের উন্নয়নের পথে অবিচলভাবে চলার নির্দেশনা দেন।
ওয়াং হুনিং বলেন, তাইওয়ানের কোম্পানিগুলো যাতে চীনের নতুন অর্থনৈতিক ব্যবস্থার সাথে সহজে মিশে যেতে পারে, সেজন্য তাদের সাথে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও বাড়ানো দরকার।
শুভ/ জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি