চীনের বাজারে ইতালীয় কোম্পানিগুলোর জন্য আরও বিস্তৃত সুযোগ তৈরি করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। শনিবার ২০তম জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতির কথা জানান।
লি ছিয়াং বলেন, চীন আন্তর্জাতিক আমদানি মেলা, চীন আন্তর্জাতিক সেবাবাণিজ্য মেলা, চীন আন্তর্জাতিক ভোক্তা পণ্য এক্সপো এবং চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপোর মতো বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বেশি ইতালীয় কোম্পানিকে চীনা বাজারে প্রবেশে উৎসাহিত করছে।
তিনি আরও উল্লেখ করেন যে, চীনা প্রতিষ্ঠানগুলো যাতে ইতালিতে বিনিয়োগ করতে পারে, সে জন্য ইতালির উচিত ন্যায়সংগত, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা।
নাহার/আজাদ তথ্য ও ছবি-সিনহুয়া