গত ৭ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রের একটি যৌথ তরুণ শিক্ষা বিনিময় দলের শিক্ষক ও শিক্ষার্থীদের জবাবি চিঠি দিয়েছেন। চিঠিতে সি চিন পিং লিখেছেন, “খুব খুশি হলাম যে, বিনিময় দলের শিক্ষক ও শিক্ষার্থীরা চীনে একটি আনন্দময় সময় কাটিয়েছেন এবং এ যাত্রায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। চীনা সংস্কৃতির প্রতি আপনাদের গভীর আগ্রহ ও আন্তরিক ভালোবাসাও আমি অনুভব করেছি।”
সি চিন পিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের আশা জনগণের ওপর এবং ভবিষ্যৎ তরুণ-তরুণীদের ওপর নির্ভরশীল। ‘৫ বছরে ৫০ হাজার মার্কিন তরুণ-তরুণীকে চীন সফর এবং শিক্ষা বিনিময়ের আমন্ত্রণের’ উদ্যোগটি চালু হওয়ার পর ৪০ হাজারেরও বেশি মার্কিন তরুণ-তরুণী এতে ইতিবাচকভাবে অংশগ্রহণ করেছেন। এটি তাদের জন্য প্রকৃত চীনকে জানার একটি জানালা খুলে দিয়েছে এবং দুই দেশের জনগণের বন্ধুত্ব উন্নয়নে একটি সেতু নির্মাণ করেছে। এতে স্পষ্টভাবে বোঝা যায় যে, বন্ধুত্বপূর্ণ বিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখা চীন ও মার্কিন জনগণের মনের ইচ্ছা।
আশা করা যায়, আরও বেশি মার্কিন তরুণ-তরুণী দুই দেশের বন্ধুত্ব উন্নয়নে অংশ নেবেন। তাঁরা দুই দেশের বন্ধুত্বের ‘নতুন প্রজন্মের দূত’ হিসেবে ভূমিকা রাখবেন এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার ও দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে আরও বেশি অবদান রাখবেন। সম্প্রতি চীন সফরকারী মার্কিন তরুণ শিক্ষা বিনিময় দলের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেসিডেন্ট সি চিন পিংকে চিঠি দিয়েছিলেন। এতে ২০২৫ সালের অক্টোবরে তাদের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরা হয়। পাশাপাশি, প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত ‘৫ বছরে ৫০ হাজার মার্কিন তরুণ-তরুণীকে চীন সফর ও শিক্ষা বিনিময়ের আমন্ত্রণের’ উদ্যোগটি দুই দেশের তরুণদের পারস্পরিক বোঝাপড়া জোরদারে অমূল্য সুযোগ তৈরি করেছে বলে তারা ধন্যবাদ জানান। (আকাশ/তৌহিদ/ফেইফেই)