নভেম্বর ২৪: স্থানীয় সময় গতকাল (রোববার), দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, সেদেশের ভাইস প্রেসিডেন্ট পল মাশাটিলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ও দক্ষিণ আফ্রিকা একে অপরের ভালো বন্ধু ও ভাই। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কৌশলগত দিকনির্দেশনা অনুসরণ করে, দক্ষিণ আফ্রিকার সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা আরও জোরদার করতে, পরস্পরকে দৃঢ়ভাবে সমর্থন করতে, এবং বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অটোমোবাইল, চিকিত্সা, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে আগ্রহী চীন। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকার সাথে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং সামিটের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে, এবং আন্তর্জাতিক শৃঙ্খলাকে আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত করার লক্ষ্যে কাজ করে যেতে ইচ্ছুক বেইজিং।
এ সময় মাশাটিলে বলেন, শূন্য শুল্ক উদ্যোগ বাস্তবায়নকে সুযোগ হিসেবে নিয়ে, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগসহ নানা ক্ষেত্রের সহযোগিতা আরও জোরদার করতে চায় তার দেশ। (শিশির/আলিম/মুক্তা)
李强会见南非副总统马沙蒂莱
当地时间11月23日,国务院总理李强在约翰内斯堡会见南非副总统马沙蒂莱。
李强表示,中国和南非是有着深厚友谊的好朋友、好兄弟。中方愿同南非一道遵循习近平主席同拉马福萨总统的战略引领,进一步增进政治互信,坚定相互支持,深化贸易、投资、新能源、汽车、医疗、数字经济、基础设施等各领域合作,推动中南新时代全方位战略合作伙伴关系取得更多成果。中方愿同南非加强沟通协调,落实中非合作论坛北京峰会成果,推动国际秩序朝着更加公正合理的方向发展。
马沙蒂莱表示,愿以落实零关税举措为契机,加强经贸、人文等领域合作,推动两国新时代全方位战略合作伙伴关系深入发展。
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.