তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সঙ্গে গতকাল (শনিবার) দার এস সালামে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাক্ষাৎ করেছেন। তানজানিয়ার প্রেসিডেন্ট হাসান চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের আওতায় চীন তানজানিয়ার উন্নয়নে ব্যাপক সমর্থন দিয়েছে; তাঁর দেশ এজন্য কৃতজ্ঞ। তানজানিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে।
দেশটি চীনের সঙ্গে উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করতে, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করতে, তানজানিয়া-জাম্বিয়া রেলপথ ও আঞ্চলিক সমৃদ্ধি এলাকার নির্মাণকাজ ভালোভাবে এগিয়ে নিতে আগ্রহী। এ ছাড়া রাজনৈতিক দলের বিনিময় জোরদার করতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে এবং দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতেও তানজানিয়া ইচ্ছুক। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত চারটি বৈশ্বিক উদ্যোগের প্রশংসা করে তানজানিয়া।
দেশটি চীনের সঙ্গে বহুপক্ষীয় সহযোগিতা ঘনিষ্ঠ করতে এবং আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত আন্তর্জাতিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে চায়। ওয়াং ই প্রেসিডেন্ট হাসানকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, চীন তানজানিয়ার সঙ্গে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্বারোপ করে। চীন তানজানিয়ার সঙ্গে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মতৈক্য বাস্তবায়ন করতে, দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় করতে এবং সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতেও চীন প্রস্তুত। (শুয়েই/তৌহিদ/জিনিয়া)