এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেয়ায় মাদকসেবী ও কারবারি কর্তৃক স্কুলের নৈশ প্রহরীকে মারধর করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিন নামের এক যুবক। সোমবার ( ২৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সিঙ্গুয়া পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত নৈশ প্রহরী রুহুল আমিন (৩২) সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত। সে একই গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, একই গ্রামের মো: ফজলুল হকের ছেলে জুয়েল একজন চিহ্নিত মাদকসেবী ও কারবারি। দীর্ঘদিন ধরেই সে মাদক বেচাকেনার সাথে জড়িত। সে প্রকাশ্যেই মাদক সেবন ও বিক্রি করে। তার এ কাজে বাধা দেয় প্রতিবেশী রুহুল আমিন। আর এতেই রুহুলের উপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রুহুল আমিন।
এ ঘটনার খবর পেয়ে কাপাসিয়া আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নানের নির্দেশে আহত রুহুলকে দেখতে হাসপাতালে ছুটে আসেন উপজেলা যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মো: মামুনুর রশিদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান শাহীন বন্ধুকসী, ৬ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি নজরুল ইসলাম ব্যাপারী, ৫ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মাসুদ রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব মো: শামীম হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার, সহ-সভাপতি মো:নাজির, সহ-সম্পাদক মো: মারুফ হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ বিষয়ে মামুনুর রশিদ জানান, নেতার (রিয়াজুল হান্নান) নির্দেশে আহত রুহুলের চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেয়া হয়। পাশাপাশি তার চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হয়। তিনি আরো জানান, তার উপর হামলাকারীদেরকে সামাজিকভাবে বিচারের আওতায় আনা হবে। এছাড়াও রুহুলের পরিবার আইনের আশ্রয় নিলে উপজেলা যুবদলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, ঘটনা শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শনে যাবো। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই মামলা দায়ের হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।