সোমবার ব্রাজিলের বেলেমে শুরু হয়েছে ৩০তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩০। পাশাপাশি "চায়না প্যাভিলিয়ন" নামে জলবায়ু বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা নিয়ে সাইড লাইন ফোরামও অনুষ্ঠিত হয়। এই ফোরামের লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গ্লোবাল সাউথ বা দক্ষিণের দেশগুলোর মধ্যে ঐক্যমত তৈরি করা, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর কাঠামোর অধীনে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও গভীর করা, যৌথভাবে সবুজ ও নিম্ন-কার্বন আধুনিকতাকে উৎসাহিত করা এবং টেকসই উন্নয়নের জন্য নতুন পথ অন্বেষণ করা।
চীনের পরিবেশ ও বাস্তুসংস্থান মন্ত্রী হুয়াং রানকিউ তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এগিয়ে নিতে এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর সাথে যৌথভাবে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় চীন। পাশাপাশি দেশটি সবুজ উন্নয়নের অর্জনগুলো একসঙ্গে ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, চীন এ পর্যন্ত ৪৩টি উন্নয়নশীল দেশের সাথে ৫৫ টি দক্ষিণ-দক্ষিণ জলবায়ু সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই ফোরামে "ক্লিন স্টোভস" ফ্ল্যাগশিপ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনাও করা হয়।
এই প্রকল্পের লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোতে গৃহস্থালি দূষণ কমানো ও জ্বালানি কাঠ ব্যবহার হ্রাস করা। এছাড়াও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের সক্ষমতা জোরদার এবং সবুজ, নিম্ন-কার্বন উন্নয়ন চালিয়ে যেতে সাহায্য করা। সেই সাথে নারী ও শিশুদের স্বাস্থ্য রক্ষা করা। চায়না প্যাভিলিয়ন সিরিজটি নভেম্বর ১০ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে। পরবর্তী অধিবেশনগুলোতে চীনে কার্বন উন্নয়নের গুণগত মান ও অভিজ্ঞতা বিনিময়, কার্বন শিখর ও নিরপেক্ষতা অর্জনে চীনের পদ্ধতি এবং চীনের জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে।
রাসেল/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি